Skip to main content

Posts

Showing posts from July, 2020

চিঠি

তোমার না খুলা ডাকবক্সে আমার চিঠি রইল পড়ে। একবার বেখেয়ালে খুলে নিও যদি আমার চিঠি চোখে পড়ে চিঠি খুলে পড়ে নিও বুঝে নিও একটা হাহাকার বুঝে নিও তোমাকে ভীষণ দরকার ছিলো আমার থমকে যাওয়া সময়ের পালে বাতাস দিতে আমি এখন জর্জরিত অনেক অনেক প্রশ্নবাণে অনেক সমস্যার আলিঙ্গনে। তোমাকে ভীষণ দরকার ছিল।।