Skip to main content

Posts

Showing posts from September, 2021

কথোপকথন ০১

ছেলেঃ কেউ আছে?? বসা যাবে?? মেয়েটা জানালার পাশে ফাঁকা সিটটা দেখে ছেলেটাকে যাবার জন্য পথটা ছেড়ে দিল। মেয়েঃ আরে  কানা নাকি?? দেখে যেতে পারেন না?? ছেলেঃ কিছুক্ষণ থতমত খেয়ে...চেষ্টা করেছিলাম কিন্ত পারিনি। দুঃখিত। মেয়েটা কিছুক্ষণ ছেলেটার তাকিয়ে রইল কিছু বলতে চেয়েও বলার মত তেমন কিছু পেল না। এভাবে দুঃ খিত বলতে কাউরে সে দেখেনি। সে হাসি লুকাতে মুখ ঘুরিয়ে নিল। ছেলেটাও কিছু বুঝতে পেরে বাসের জানালা দিয়ে মানুষ দেখতে লাগল। কত্ত রকমের মানুষ। এত্ত মানুষের মধ্যে কেবল একটি মুখই কেবল ভাসছে...সেই লুকানো হাসির মুখ। ©অল্প সময়ের ভালোলাগা।