মাঝে মাঝে ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে, নীরবতার দেয়াল পেরিয়ে চোখে তোমার, চোখ রাখতে। আমাদের হয়ত সময় ছিলোনা কিছুই, কিন্ত চলতি পথ এখনও ভুলে নাই তোমার গায়ের গন্ধ, মনে রেখে দিয়েছে তোমার পদচিহ্ন। সেই পথ ধরে হাটতে আমার ভালো লাগে, সেই পথে অনাদরে পড়ে থাকা ঘাসে, তোমার নামে ঘাসফুল ফুটে, সেই পথে শূন্য মন তোমার উপস্থিতি খুঁজে। আমি বড্ড অস্বস্তিতে ভুগি আজকাল।।