কত সহজ করে কত কিছু চাওয়া হয় কিন্ত পাওয়া টা কি ততই সহজ হয়? আমার মনে হয় হয় না চাওয়া সহজ হলে হোক কিন্ত পাওয়া কঠিন না হলে যা সহজে পাওয়া গেছে তা সহজে হারিয়ে ফেলতে পারে গুরুত্ব। তেমনি আমি তোমাকে সহজ করে চেয়েছিলাম যেমনটা ছোট্ট শিশু কান্না করলেই পেয়ে যায় মায়ের কোল। চাওয়াটা সহজ ছিলো পবিত্র ছিলো কিন্ত পাওয়াটা কঠিন হবে আমি জানতাম। প্রস্তুত ছিলাম হয়ত তাই, মেনে নিতে পেরেছি তোমার নিরবতা আমার প্রতি তোমার অবহেলা। তুমি প্রশ্ন করেছিলে এত সহজে প্রেমে পড়া যায়? বলেছিলাম প্রেমে পড়া সহজ কিন্ত প্রেম পোক্ত করা কঠিন। সবাই প্রেমে পড়ে কিন্ত লাইলী কিংবা মজনু কজন হতে পারে? ভেবে দেখেছো কি? থাক অত কিছু ভাববার দরকার নাই শুধু ভেবো কাউকে ভালোবাসতে গেলে ভালোবাসা যায়, ভালোবাসা থাকলে আপন করা যায়, যেমনটা আপন করে দূর্বা ঘাস ভোরের শিশির। তেমনটা আপন আমি তোমায় ভেবেছিলাম তুমিও ভেবো আমায় ক্ষণিকের হলেও হবে। সূর্যের উদয়ে আমি ঝরে যাবো তোমাকে দিয়ে যাবো একরাশ সজীবতা।