মাঝে মাঝে গল্পের আকারে অনেক কিছু ঘটে যায়। হুম ভুল বললাম মনে হচ্ছে। আসলে ঘটে যাওয়া জীবনের দৃশ্যপট থেকে কল্পিত গল্প রটে যায়। আমরা মঞ্চের কেন্দ্রবিন্দুতে দাড়িয়ে সেটা উপলদ্ধি করতে পারিনা। তো আজকের দিনটা ঠিক এমনই। গল্পের আকারে রটা। আজকে তরীর সাথে দেখা। তার ইচ্ছাতেই তার সাথে দেখা। তো মেয়েদের সাথে দেখা করাটা আপনের জন্য বিব্রতকর বরাবরের মতোই। বিব্রতকর এই জন্য যে তার অতীত অভিজ্ঞতা ভালো না এই ব্যাপারে। তো তরীর সাথে দেখা হবে সেটা আপনের জন্য একটু বিব্রতকর ঘটনা ছিলো বটে যদিও ভরসা বলতে এটুকু ছিলো যে তাদের আগে একবার দেখা হয়েছে আর সেই ক্ষেত্রে মনে সাহস ছিলো হয়ত পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। তো অফিস শেষে দেখা করার কথা। কাল থেকে মনে মনে ঘুরছিলো কি দেয়া যায় তাকে। সে ভেবেছিলো ফুল দিবে না। কিন্ত এডমিন স্যারের অভ্যর্থনার জন্য ফুল কিনতে গিয়ে তার জন্য ফুল কেনার লোভ সংবরণ করা গেলো না। ঠিক করা হলো সাথে একটা চিঠি আর দিবে একটা ডায়েরি। তো অফিস থেকেই একটু আগেই বের হয়ে পড়ল আপন তার তরীর খুঁজে। কে কাকে খুঁজে নেবে কে জানে। আপন জানে না সে আসলেই তরীর তীরে পৌঁছাতে পারবে কি না। অত চিন্তা করতে তখন তার...