: হ্যালো। : হ্যালো। : কেমন আছেন? : ভালো। আপনি? : ভালো লাগে না কিছু। : আমিও তো আপনার ভালো লাগার জায়গা না। : ব্যাপারটা আসলে এইরকম না। আমি চেয়েছিলাম আপনার সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকুক। কিন্ত আপনি দূরে চলে গেলেন। : আমি কাছে থাকলে ব্যাপারটা আপনার জন্য প্রবলমেটিক হতো। : আপনার জন্য হতো না? : হয়ত হতো কিন্ত সেটা আমাদের ভালো সম্পর্কের মধ্যে অন্তরায় হতো না। : কিভাবে? আমি তো জানি সমস্যায় আপনি পড়তেন। : দূরে কিন্ত আমি গেছি আর আপনি অনেকদিন পরও আমাকে কাছে রাখার চিন্তা করছেন। : আমাকে ভুলে গেছেন? : নাহ। ভুলা আপনাকে সম্ভব না। কিন্ত মাঝে মাঝে সময়ের প্রয়োজনে অনেক কঠিন জিনিস সহজ করে ভাবতে হয়, নিতেও হয়। আপনি আমার কাছে দূরে থাকবেন এই কঠিন জিনিস কঠিন হলেও আমি সহজ বানানোর চেষ্টায় আছি। : কঠিন কথা। আমাকে আর ভালোবাসেন না? : এতদিন পর এটা জেনে কি করবেন? : বলেন না। : বলব না। : কেনো? : এমনি। এই প্রশ্নের উত্তর অনেক দামী আর আমার কাছে মনে হয় এই প্রশ্নের উত্তরের দাম আপনি আগে একবার দেননি। মজার ছলে উড়িয়ে দিয়েছেন। : মোটেও ...