Skip to main content

Posts

Showing posts from July, 2023

নাম না জানা কোন এক গল্প - ০৪

: আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছো না। : দেখছি বলেই ফ্রেমে রেখে দিয়েছি।  : ফ্রেমে রেখেছো, মনে তো আর না। : রেখেছি। : কই দেখি দেখাও।  : কিভাবে দেখাবো? : অনন্ত জলিল যেভাবে দেখাইছে। শিখে নিতে পারো নাই? : শিখেছি তবে মনে নাই।  : পচা স্টুডেন্ট তুমি।  : আমি পচাই, ডাল স্টুডেন্ট।  : কষ্ট পাইলাম।  : কষ্ট তো অনেক দিচ্ছি। এই কষ্ট এমন কিছু না। : কই কবে কষ্ট দিছো। কিছু তো মনে নাই। : কষ্টের কথা মনে না থাকলে মনে আনতে নাই। : নাহ বলো লিখে রাখি। ইদানিং ভুলে যাচ্ছি সব। বুড়া হয়ে যাচ্ছি। : দেখে তো মনে হচ্ছে না।  : কি মনে হচ্ছে? আর আমাকে দেখলা কই? দেখলে বুঝতা তোমাকে আমি কত চাই। : কিভাবে চাও বলো। : শয়নে, স্বপনে, বাস্তবে আর ক্ল্পনায়।  : যাও আমি তোমারই।  : মুখে বললে হবে না। দলিল করে দাও।  : সাইন লাগবে কোথায়? : স্ট্যাম্প পেপারে। : আমি তো ভেবেছিলাম তোমার বুকে।  : নাহ সেখানে প্রবেশ নিষেধ।  : নিষিদ্ধ জিনিসেই মানুষ বেশী প্রবেশ করতে চায়। কবি হলে বলতাম তোমার বুকে, ঠোঁটে, চোখে, মুখে আর সবখানে। : এত সাইন দিয়ে করব কি? : রেখে দিও যত্ন করে।  : যত্নের দা...