: আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছো না।
: দেখছি বলেই ফ্রেমে রেখে দিয়েছি।
: ফ্রেমে রেখেছো, মনে তো আর না।
: রেখেছি।
: কই দেখি দেখাও।
: কিভাবে দেখাবো?
: অনন্ত জলিল যেভাবে দেখাইছে। শিখে নিতে পারো নাই?
: শিখেছি তবে মনে নাই।
: পচা স্টুডেন্ট তুমি।
: আমি পচাই, ডাল স্টুডেন্ট।
: কষ্ট পাইলাম।
: কষ্ট তো অনেক দিচ্ছি। এই কষ্ট এমন কিছু না।
: কই কবে কষ্ট দিছো। কিছু তো মনে নাই।
: কষ্টের কথা মনে না থাকলে মনে আনতে নাই।
: নাহ বলো লিখে রাখি। ইদানিং ভুলে যাচ্ছি সব। বুড়া হয়ে যাচ্ছি।
: দেখে তো মনে হচ্ছে না।
: কি মনে হচ্ছে? আর আমাকে দেখলা কই? দেখলে বুঝতা তোমাকে আমি কত চাই।
: কিভাবে চাও বলো।
: শয়নে, স্বপনে, বাস্তবে আর ক্ল্পনায়।
: যাও আমি তোমারই।
: মুখে বললে হবে না। দলিল করে দাও।
: সাইন লাগবে কোথায়?
: স্ট্যাম্প পেপারে।
: আমি তো ভেবেছিলাম তোমার বুকে।
: নাহ সেখানে প্রবেশ নিষেধ।
: নিষিদ্ধ জিনিসেই মানুষ বেশী প্রবেশ করতে চায়। কবি হলে বলতাম তোমার বুকে, ঠোঁটে, চোখে, মুখে আর সবখানে।
: এত সাইন দিয়ে করব কি?
: রেখে দিও যত্ন করে।
: যত্নের দাম নাই। আজকালের যুগে ভালো মনের দাম দেয়না কেউ। যেমন তুমি আমারে দাও না।
: আমার কাছে তোমার দাম অনেক।
: কত বলো।
: অযুত নক্ষত্র।
: জানি তো টাকা বলবা না। এমন জিনিস বলবা যা নিতে পারবো না। বুদ্ধিমান লোকজনের পরিচয়।
: আমি বুদ্ধিমান না, আমি আম আদমির কেজরিয়ালও না। আমি ফানুস। পোন্দের মধ্যে আগুন লাগলে উড়ি।
: অসভ্য।
Comments
Post a Comment