বিসর্জন শব্দটার মধ্যে একটা লুকায়িত অর্জন আছে। কি অর্জন আর কিসের অর্জন সেটার মর্মার্থ কি সেটা আমি নিজেও জানিনা। তবে যখন জানি বিসর্জন শব্দের অর্থ ত্যাগ বা পরিত্যাগ তখন ছোটবেলার সেই ভাব- সম্প্রসারণ "ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ" তখন মনে হয় বিসর্জন শব্দের মহিমা আছে আর আছে তাৎপর্য। তো প্রশ্নটা হচ্ছে এক মানুষকে এক জীবনে কত কিছু কত সময়ে বিসর্জন দিতে হয়? তো যে নতুন করে আর নতুন রূপে নিজেকে রূপায়িত করতে চায় পুরাতন রূপের বিসর্জন দিয়ে তার সে চেষ্টার পথে বাঁধ দিয়ে পথ রুদ্ধ করা নিষ্প্রয়োজন। কেননা যেখানে দুই পক্ষকেই কিছু না কিছু বিসর্জন দিতে হয় সেখানে স্বার্থের সংঘাত নেই মনের সংঘাত থাকলেও। তো পৃথিবীর সকল বিসর্জন হোক নতুন সুন্দর কিছু সৃষ্টির উপলক্ষ্য। শুভ বিজয়া দশমী।