Skip to main content

Posts

Showing posts from October, 2024

বিসর্জন

  বিসর্জন শব্দটার মধ্যে একটা লুকায়িত অর্জন আছে। কি অর্জন আর কিসের অর্জন সেটার মর্মার্থ কি সেটা আমি নিজেও জানিনা। তবে যখন জানি বিসর্জন শব্দের অর্থ ত্যাগ বা পরিত্যাগ তখন ছোটবেলার সেই ভাব- সম্প্রসারণ "ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ" তখন মনে হয় বিসর্জন শব্দের মহিমা আছে আর আছে তাৎপর্য। তো প্রশ্নটা হচ্ছে এক মানুষকে এক জীবনে কত কিছু কত সময়ে বিসর্জন দিতে হয়? তো যে নতুন করে আর নতুন রূপে নিজেকে রূপায়িত করতে চায় পুরাতন রূপের বিসর্জন দিয়ে তার সে চেষ্টার পথে বাঁধ দিয়ে পথ রুদ্ধ করা নিষ্প্রয়োজন। কেননা যেখানে দুই পক্ষকেই কিছু না কিছু বিসর্জন দিতে হয় সেখানে স্বার্থের সংঘাত নেই মনের সংঘাত থাকলেও।  তো পৃথিবীর সকল বিসর্জন হোক নতুন সুন্দর কিছু সৃষ্টির উপলক্ষ্য।  শুভ বিজয়া দশমী।

যাপিত জীবন

  একা একটা বিশাল পুকুরের সামনে একা বসে আছে আপন। সামনে বিস্তৃত আকাশ কিন্তু যে জায়গায় আপন বসে আছে সেখানে একটা বাগানবিলাস খুব আয়োজন করে ঝেঁকে বসে সামনের বিস্তৃততাকে একটু আড়াল করে রেখেছে ঠিক যেমন আড়াল করে রাখে নববধূ তার মুখ ঘুমটা দিয়ে। সন্ধ্যাকালীন সময় আর আশেপাশে কেউ নেই এমন এক পরিস্থিতিতে ঝিরঝির বৃষ্টির মাঝে চুপচাপ বসে থেকে জীবনের একটা সংজ্ঞা খুঁজার চেষ্টা তার। পুকুরের জলে তেলাপিয়া ছানার যেমন অস্থির নাড়াচাড়া তেমনটা অস্থির তার জীবন। তাই জীবনের সংজ্ঞা খুঁজতে গিয়ে বলা চলে একটু বেগ পেতে হচ্ছে তাকে।   জীবনের সংজ্ঞা টা আপন এখনো ঠিক স্থির করে দাড় করাতে পারেনি। আর তাই হয় তো একটা অস্থিরতার সুর নিয়ত আচ্ছন্ন করে রাখে তাকে। একা বলেই কি এই সুর ক্রমশ তাকে ঘিরে রাখে না একা থাকার জন্যই এই সুর সেটা নিরূপণ করার চেষ্টা তার। ঝির ঝির বৃষ্টি ক্রমশ বাড়তে বাড়তে এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। ঘন পাতার ফাঁক গলে কিছু ফোঁটা এখন আপনের গায়ে লাগছে। তার মন্দ লাগছে না এমনভাবে ভিজতে তাই এই স্থান ছেড়ে বেরিয়ে যাবার চিন্তা মাথা থেকে বের করে দিল সে।  পরিস্থিতি মানুষকে স্বাভাবিক রাখে আবার অস্বা...