ভুলে যাওয়ার এক অদ্ভূত খেলা চলে জীবনভর। মাঝে মাঝে না ভুলতে চাইলেও ভুলে যেতে হয় ভুলে থাকতে হয় কিছু জিনিস। জগতের প্রতিষ্ঠিত নিয়মের বাইরে যদি যাওয়া না যায় তাইলে নিয়মের মধ্যে থেকে নিয়ম করে চলাই উচিত। ভুলে যাওয়া উচিত কিছু জিনিস, তাতে জগতেরই মঙ্গল। তো ২৫ হোক ভুলে যাওয়ার, নতুন করে নতুন রূপে ফিরে পাওয়ার।