পৃথিবীটা গোল বলেই মানুষজন শুধু ঘুরে,
তার মাথা ঘুরায়, স্থিরতা হারায়।
পৃথিবীটা গোল বলেই এক চক্রে বাঁধা জীবন,
পথ চলে, পথ ফিরে, একি চেনা মোড়ে।
পৃথিবীটা গোল বলেই একই কক্ষপথে,
মন দাঁড়াতে চায়, হারাতে চায়, একই বাহুর কোলে।
পৃথিবীটা গোল বলেই সময় আসে আবার ফিরে,
পুরনো স্মৃতির ছায়ায়, নতুন গল্প বুনে।
পৃথিবীটা গোল বলেই দূরের মানুষ কাছে আসে,
ভালোবাসে আবার দূরে সরে যায়।
পৃথিবীটা গোল বলে ভবিষ্যত আসে, অতীত থাকে,
হাত ধরে, হাত ছাড়ে,
ঘোলাটে থাকে বর্তমান।
পৃথিবীটা গোল বলেই শেষ নয় কখনোই শেষ,
আবার কথা হবে, দেখা হবে।
পৃথিবীটা গোল বলেই
শেষ আর শুরু একসাথে এসে মিশে।
Comments
Post a Comment