আমি দাঁড়িয়ে আছি, ঠিক সেখানেই
যেখানে তুমি শেষবার দেখে গিয়েছিলে।
নড়বড়ে মন তোমার—
কাছে আসো, আবার ক্ষণিকেই দূরে সরে যাও।
এমনটা কি ঠিক হবার ছিল?
তুমি হয়তো হেঁটে যাবে সেই পথেই,
হয়তো এড়িয়ে যাওয়ার গল্প আরও ভিড় জমাবে।
হয়তো স্মৃতিগুলো অপুষ্টিতে ভুগবে,
ঘুরে ফিরবে রাস্তায় রাস্তায়—
এক মুঠো সময়ের জন্য।
সে সময় হবে কি তোমার?
Comments
Post a Comment