যন্ত্রণা
হয়ত কোনোদিন ভাবিনি আমার
স্বপ্ন দেখা মিথ্যা হয়ে যাবে
তাইলে স্বপ্নে তোমায় চাইতাম না
তোমার ঝাপসা জড়ানো মুখ দেখতাম না।
আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়?
লোকের মুখে কত শুনেছি
ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়
তবে তোমায় নিয়ে স্বপ্ন কোন বেলায় দেখেছিলাম
সেটা বলতে পারব না, তাই তোমারে
পাবার বিভ্রম আমার কিছুতেই কাটে না।।
যা হবার তা হবে, ভেবে দেখলাম
তুমি ছাড়া শূন্য জীবন সে আমি মেনে নেব
তুমি আমার স্বপ্ন দেখা রাজকন্যা, আমার
চির যৌবনা তুমাতেই থাকুক নিত্য বসবাস।।
হয়ত কোনোদিন ভাবিনি আমার
স্বপ্ন দেখা মিথ্যা হয়ে যাবে
তাইলে স্বপ্নে তোমায় চাইতাম না
তোমার ঝাপসা জড়ানো মুখ দেখতাম না।
আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়?
লোকের মুখে কত শুনেছি
ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়
তবে তোমায় নিয়ে স্বপ্ন কোন বেলায় দেখেছিলাম
সেটা বলতে পারব না, তাই তোমারে
পাবার বিভ্রম আমার কিছুতেই কাটে না।।
যা হবার তা হবে, ভেবে দেখলাম
তুমি ছাড়া শূন্য জীবন সে আমি মেনে নেব
তুমি আমার স্বপ্ন দেখা রাজকন্যা, আমার
চির যৌবনা তুমাতেই থাকুক নিত্য বসবাস।।
Comments
Post a Comment