আফসোসের দাগটা মন থেকে মুছে ফেলা খুবই দরকার
যদি অ্যালকোহলে ঘুচে যায় ঘুচিয়ে ফেলো
যদি গাঁজার ধোঁয়ায় মিশে যায় তবে মিশিয়ে ফেলো
তারপরও মুছে ফেলো এই দাগ।
যদি মুছে যায় ভালোবাসায় বা কারো সংস্পর্শে
কিংবা যদি ঘুচে যায় সঙ্গমে বা একান্তিতে
তারপরও মুছে ফেলো, নিজেকে চিনো।
তুমি মরবে না অ্যালকোহলে কিংবা গাঁজার ধোঁয়ায়
তুমি মরবে না ভালোবাসায়, কারো সংস্পর্শে
তুমি মরবে, জ্বলবে তোমার পুষে রাখা আফসোসের দহনে।
আফসোস মানে অশান্তি, অশান্তি মানে মনের শ্রান্তি
শ্রান্ত মন দূর্বল, বেশিদিন বাঁচে না
চিন্তা করো, নিজেকে চিনো, এই দাগ মুছে ফেলো।
আফসোসের কালো মেঘ।
যদি অ্যালকোহলে ঘুচে যায় ঘুচিয়ে ফেলো
যদি গাঁজার ধোঁয়ায় মিশে যায় তবে মিশিয়ে ফেলো
তারপরও মুছে ফেলো এই দাগ।
যদি মুছে যায় ভালোবাসায় বা কারো সংস্পর্শে
কিংবা যদি ঘুচে যায় সঙ্গমে বা একান্তিতে
তারপরও মুছে ফেলো, নিজেকে চিনো।
তুমি মরবে না অ্যালকোহলে কিংবা গাঁজার ধোঁয়ায়
তুমি মরবে না ভালোবাসায়, কারো সংস্পর্শে
তুমি মরবে, জ্বলবে তোমার পুষে রাখা আফসোসের দহনে।
আফসোস মানে অশান্তি, অশান্তি মানে মনের শ্রান্তি
শ্রান্ত মন দূর্বল, বেশিদিন বাঁচে না
চিন্তা করো, নিজেকে চিনো, এই দাগ মুছে ফেলো।
আফসোসের কালো মেঘ।
Comments
Post a Comment