হয়ত তোমার চোখে রয়েছে রাজ্যের শূন্যতা
হয়ত তোমার ঠোটে বাস করে শব্দরা জড়সড়
হয়ত তুমি আলসে দুপুরের অলস হাওয়া
হয়ত তুমি ভালোবাসার রঙ তুলিতে বুলিয়ে দাও আলতো ছোঁয়া।
অনেক 'হয়ত' দিয়ে তোমার প্রাচীর ঘেরা
অনেক অবেলার কোকিল ডেকে ডেকে হল সারা
আচ্ছা তোমার মনে কি বসন্ত জাগেনা?
তোমার কি সাঁজতে ইচ্ছা করেনা?
বাসন্তী রঙা শাড়িতে কারো সাথে হাঁটতে ইচ্ছা করেনা?
আমার কি মনে হয় জানো?
অনেক রং আবেশে তোমাতে মিলিয়ে যায়
তুমি মিলাতে দাও।
তুমি চাও কেউ তোমার জন্য আসুক
অপেক্ষা করুক ক্লান্তিহীন।
তুমিও ধরা দিবে তবে সেটা নানান বাহানা পেরিয়ে
ঠিক গোধূলী বিকালে যখন সমস্ত আলো মিলায়ে
তুমি চাও কেউ খুঁজে নিক তোমার মনের আড়ালে
লুকিয়ে রাখা ভালোবাসার রং।।
প্রিয় একাংকিনী।।
হয়ত তোমার ঠোটে বাস করে শব্দরা জড়সড়
হয়ত তুমি আলসে দুপুরের অলস হাওয়া
হয়ত তুমি ভালোবাসার রঙ তুলিতে বুলিয়ে দাও আলতো ছোঁয়া।
অনেক 'হয়ত' দিয়ে তোমার প্রাচীর ঘেরা
অনেক অবেলার কোকিল ডেকে ডেকে হল সারা
আচ্ছা তোমার মনে কি বসন্ত জাগেনা?
তোমার কি সাঁজতে ইচ্ছা করেনা?
বাসন্তী রঙা শাড়িতে কারো সাথে হাঁটতে ইচ্ছা করেনা?
আমার কি মনে হয় জানো?
অনেক রং আবেশে তোমাতে মিলিয়ে যায়
তুমি মিলাতে দাও।
তুমি চাও কেউ তোমার জন্য আসুক
অপেক্ষা করুক ক্লান্তিহীন।
তুমিও ধরা দিবে তবে সেটা নানান বাহানা পেরিয়ে
ঠিক গোধূলী বিকালে যখন সমস্ত আলো মিলায়ে
তুমি চাও কেউ খুঁজে নিক তোমার মনের আড়ালে
লুকিয়ে রাখা ভালোবাসার রং।।
প্রিয় একাংকিনী।।
Comments
Post a Comment