কিভাবে হারিয়ে যাচ্ছে সময়
যেমনটা হারিয়ে যাচ্ছে জোনাকি
যেমনটা হারিয়ে যাচ্ছে খোলা মাঠ
মাঠের মধ্যে বৃষ্টির জলে জেগে ওঠা ঘাস্ফুল।
কিভাবে বদলে যাচ্ছে দিন রাতকে সঙ্গী রেখে
হারিয়ে যাচ্ছে ছোটবেলার ঘুম
মায়ের গায়ের উষ্ণ আদর
হারিয়ে যাচ্ছে অনুভুতি, বাবুই পাখির বাসা।।
কিভাবে হারিয়ে যাচ্ছে বন, গাছপালা
হারিয়ে যাচ্ছে শালিক পাখির ঐকতানে গাওয়া গান
হারিয়ে যাচ্ছে ভালোবাসা
উঁচু উঁচু দেয়ালের যান্ত্রিক মনের ভিড়ে।।
ফিরে আসবে হয়ত কোনদিন
যা যাচ্ছে আজ হারিয়ে
আমিও এমনি করে আসব ফিরে
ধান-শালিকের বেশে, বাংলার মাঠ-ঘাট কাঁপিয়ে।।
হারানো ক্ষণ।।
যেমনটা হারিয়ে যাচ্ছে জোনাকি
যেমনটা হারিয়ে যাচ্ছে খোলা মাঠ
মাঠের মধ্যে বৃষ্টির জলে জেগে ওঠা ঘাস্ফুল।
কিভাবে বদলে যাচ্ছে দিন রাতকে সঙ্গী রেখে
হারিয়ে যাচ্ছে ছোটবেলার ঘুম
মায়ের গায়ের উষ্ণ আদর
হারিয়ে যাচ্ছে অনুভুতি, বাবুই পাখির বাসা।।
কিভাবে হারিয়ে যাচ্ছে বন, গাছপালা
হারিয়ে যাচ্ছে শালিক পাখির ঐকতানে গাওয়া গান
হারিয়ে যাচ্ছে ভালোবাসা
উঁচু উঁচু দেয়ালের যান্ত্রিক মনের ভিড়ে।।
ফিরে আসবে হয়ত কোনদিন
যা যাচ্ছে আজ হারিয়ে
আমিও এমনি করে আসব ফিরে
ধান-শালিকের বেশে, বাংলার মাঠ-ঘাট কাঁপিয়ে।।
হারানো ক্ষণ।।
Comments
Post a Comment