তুমি কে?
যাকে আমি দেখিনা, যাকে আমি চিনিনা
কিন্তু যার কথা স্মরণ করতে করতেই
শেষ হয়ে যায় প্লেলিস্ট এর সব গান।
কে তুমি?
তুমি কে?
কেনো আমি দেখিনা তোমাকে?
তুমি থাকো আমার স্বপ্নতে মিশে
ধুলাটে কোয়াশায় আচ্ছন্ন অবয়ব হয়ে
যত দেখার চেষ্টায় এগিয়ে যায়
তুমিও এগিয়ে যাও মরীচিকার মত।
তুমি কে?
তারপরও ভালো লাগে তোমার কথা ভাবতে
বুক পকেটে তোমার নামে জোনাক পোকা জ্বালিয়ে রাখতে
নাম ছবিহীন তুমি আছো এতেই আমি খুশী
অসহ্য গরমে হুট করে বৃষ্টিতে আমি তোমার কথাই ভাবি।
কে তুমি?
থাক, বলতে হবেনা, জানতে হবেনা
তুমি এভাবেই থেকো আপন মনে
এভাবেই থেকো সঙ্গোপনে
ভাবতে থাকুক তোমায় নিয়ে আমার ভাবনা
চলতে থাকুক তোমায় নিয়ে আচ্ছন্ন হয়ে আমার যাত্রা।
তুমি থেকো।।
Comments
Post a Comment