অনেক কিছুই বলতে চাই
অনেক কিছুই লিখতে চাই
খুঁজতে চাই তাকে
যে দিবে মনের সম্পূর্ণতা
যে বুঝবে না বলা আমার গাওয়া গান
সে বুঝবে তাকে ছাড়া কতটা ব্যথিত আমার প্রাণ।
কিন্ত মাঝখানে অনেক বরণ
না বলার আছে তার অনেক অনেক কারণ
তো কি করব আমি?
তাকে ভুলেও বেঁচে থাকতে পারব জানি।
কিন্ত সার্থক হবে কি সে বাঁচা?
ভাংগতে পারব কি তার নামে গড়া খাঁচা
পারব জানি
পারব মানি
ভালোবাসা না পাই
যার দরকার তাকে তাই বিলিয়ে যেতেই চাই।।
Nice
ReplyDelete