: আপনি আমার কষ্টটা বুঝতে পারেন নি;
আধো মুখে বলে উঠল কাদম্বিনী,
আমি তাকে ডাকি মেঘমালা বলে;
মনের আকাশে আমার শুধু তার উড়াউড়ি।
ছায়ার মুখ ডাকা শরীরে কি মায়া,
দূর নিকটের সায়ারে পড়ছে তার পুলকিত ছায়া।
: বুঝতে পেরেছি বলেই সরে এসেছি
উদাস ভঙ্গিতে বলে ঊঠলাম আমি।
দুটি সাদা বক ডানা ঝাপটে উড়ে গেলো দুদিকে
মাঝে মাঝে জানতে ইচ্ছা করে,
তারা আবার এক হবে বা তাদের কি আবার দেখা হবে?
:আচ্ছা মনে রাখবেন আমায়?
মুখটা বের করে জানতে চাইলে তুমি।
আমি হারিয়ে গিয়েছিলাম তোমার খুঁজে,
ফিরে আসতে একটু সময় লাগল,
উত্তরটা দিতে পারিনি তোমায়।
কিই বা বলতাম তোমায় বলো?
মনে সে যে রাখার তোমাকে আমি রেখে দিয়েছি,
মুখ দিয়ে তাই আর বের করে আনতে পারিনি।
প্রসঙ্গ পালটে বলে উঠলাম...
:সুন্দর না এই মুহূর্তটা?
বিচ্ছেদের মুহুর্ত এত সুন্দর হয় বা হতে পারে
কোথায় পড়েছ বা দেখেছো?
:চিন্তা করছি এই মুহূর্তটা মনে রেখে দিবো।
তোমার হাতের স্পর্শ আমি সেদিন পেয়েছিলাম;
পেয়েছিলাম তোমার ঠোঁটের উষ্ণতা।
সেইবেলা আকাশে চাঁদ ছিলো,
বাতাসে শিউলি ঝরা গন্ধ ছিলো,
তোমার যাবার তাড়া ছিলো।
তু মি হুট করে উঠে দাঁড়ালে,
পিছু না ফিরে চলে গেলে, আর…..
তুমি চলে গেলে বলে গেলে "ভালো থেকো"।
Comments
Post a Comment