Skip to main content

Posts

Showing posts from August, 2022

নাম না জানা কোন এক গল্প।

 দিনকে দিন গরমের মাত্রা কেবল বেড়েই চলছে। মাথার উপর বট গাছের আকার নিয়ে দাঁড়িয়ে থাকা করই গাছও সেই মাত্রা কমাতে পারছে না। মেরুদন্ড বেয়ে ঘাম কেবল প্রবাহিত হচ্ছে। আকাশে কালো মেঘের আস্তরণ আর তার ফাঁক ফোকর দিয়ে রোদের আলো গড়িয়ে পড়ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সামনে একা দাড়িয়ে আছে আপন। ভর্তি পরীক্ষার কারণে এখানে আসা। একটু ছায়া পেলে বসে যাবার চিন্তা তার কিন্ত রাস্তার দুধারে করই গাছের ছায়া দখল করে আছে পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকবৃন্দ। সকলের মুখে চিন্তার ছাপ। সব চিন্তা আর টেনশন ঘনীভূত হয়ে গরমের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। আপনের বোনের মেয়ের পরীক্ষা আর সেই কারণেই তার এখানে আসা। পরীক্ষা চলাকালীন এই দেড় দুই ঘণ্টা কিছুই করার থাকে না শুধু অপেক্ষা করা ছাড়া। ঘড়ির কাঁটা কখন তার গন্তব্যে পৌঁছাবে সেটা ভাবতে ভাবতেই সময় এগিয়ে যায়। ঘড়ির কথা মনে পড়তেই আপন তার হাতে থাকা ঘড়ির দিকে তাকাল। এখন সময় ১১.৪৫, তার মানে পরীক্ষা শুরু হতে আরও ১৫ মিনিট বাকি তারপর একঘন্টার পরীক্ষা। মোট সোয়া এক ঘন্টা তাকে অপেক্ষা করে কাটিয়ে দিতে হবে। চারপাশ তাকাল সে। মানুষের ভীড় চারপাশ জুড়ে। কেউ বসে আ...

The Midnight Library

  The Midnight Library তে নোরা সিড খুব ডিপ্রেসড একজন মহিলা ছিলেন। জীবনের সর্ব স্তরেই মনে হত সে না থাকলে পৃথিবীর কিছু আসত বা যাইত না। স্বপ্ন ছিলো তার অনেক কিছু করবার। প্রথম সে হতে চেয়েছিলো অলিম্পিক জয়ী সাঁতারু এবং ছোটবেলাতে সে তার কলেজের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও ছিলো। কিন্ত হুট করে সাঁতার ছেড়ে দিলো সে। তারপর glaciologist হতে চাইল। মনের গ্লাসিয়ার বা আর্কটিক সাগরের বুকে জেগে থাকা জীবন্ত বরফের জীবনের রহস্য উদঘাটন করতে চেয়েছিলো। যখন সে জানলো এটাও তার দ্বারা হবে না তখন সে মনোযোগ মিউজিকে। একটা ব্যান্ড দলের স্বরচিত গান গাইত সে। কিন্ত প্যানিক এটাক আর ভাইয়ের সাথে তিক্ত সম্পর্কের কারণে এখান থেকেও সে তার লক্ষ্যে পৌঁছাতে পারলো না।। তারপর ফিলোসফি নিয়ে কিছুদিন শেষমেষ একটা বাদ্যযন্ত্রের দোকানে তাকে চাকরি করতে দেখা যায়। তার আফসোস অসংখ্য আর সেই আফসোসের ভীড়ে ক্রমশ দুর্বিষহ হয়ে পড়া জীবন তার পৃথিবীর বুকে বোঝা প্রতীয়মান হতে থাকল। এরই মধ্যে তার উপার্জনের শেষ সম্বল তার টিউশনও চলে যায়। ধরনীর বুকে খাবি খেতে থাকে সে, তার সেই প্রেক্ষিতে এক দিনের শুরু আর আরেক দিনের শেষ মুহুর্তে সে অনেকগুলা এ...