- আপনি ঠিক আছেন তো?
বাসের জানালার পাশে বসা মেয়েটিকে জিজ্ঞেস করল শুভ।
মেয়েটি হ্যা না কিছুই বলল না।
এখন করো সাথেই কথা বলতে ইচ্ছা করছে না মেয়েটির।
পাশে বসা ছেলেটিকে বেশ নাছোড়বান্দা মনে হচ্ছে। এইসব ছেলেদের নিয়ে এই এক ঝামেলা। মেয়েদের দেখলেই গায়ে এসে পড়ে কথা বলতে।
- আমি ঠিক আছি। বিরক্তি চেপে বলল নিতু।
- কাদছেন কেন? কোন সমস্যা?
- সমস্যা নাই। খুশিতে কান্দি।
শুভ নিতুর কথায় বেশ মজা পেল। শুভ আগে মেয়েদের সাথে কথা বলত না।একটা অস্বস্তি বোধ কাজ করত। কিন্তু কেউ কাদতে দেখলে বসে বসে দেখে চুপ করে থাকা যায় না।
- খুশিতে কেউ কাদে না। হাসে।
- আমি কাদি।
- আপনি ভুল করছেন।
- আচ্ছা। তাতে আপনার কি?
- আমার কিছুই না। তবে কারো কান্না দেখতে পারি না।
- দেখতে কে বলছে। অন্য কোথাও গিয়ে বসুন। বাসে পর্যাপ্ত সিট ফাঁকা আছে।
শুভ গেলো না। মেয়েটিকে একা ছেড়ে তার যেতে ইচ্ছা করছে না। তাছাড়া মেয়েটির শরীর থেকে শিউলী ফুলের গন্ধ ভেসে আসছে। ভালো লাগছে শুভর।
- কোথায় যাবেন আপনি?
- তাতে আপনার দরকার।
- বলুন না। রেগে যাচ্ছেন কেন?
- আমার কথা বলতে ইচ্ছা করছে না তাই।
- কি করতে ইচ্ছা করছে? কাদতে?
- জ্বী।
- আমি কাদাতে আসিনি। হাসাতে এসেছি।
- কে এই দায়িত্ব দিলো আপনাকে?
- কিছু দায়িত্ব দিতে হয় না, নিয়ে নিতে হয়।
- লেকচার দিয়েন না।
- কান্না করিয়েন না। বাই দ্যা ওয়ে আমি শুভ।
- ত চুপচাপ বসে থাকুন না। শুভ হয়ে।
- আপনার নামটা জানা হলো না।
- নাম জেনে কি হবে?
- রোজ একবার করে জপব।
- কেন?
- আপনি সুন্দর। তাই সুন্দরের পূজা করতে হয়।
- মেয়েটি মুখ ঘুরিয়ে হুট করে হেসে দিলো। ছেলেটারে তার যথেস্ট তারছিরা মনে হল।
- আপনি কি ফ্লার্ট করছেন।
- কই? নাম জানার চেষ্টা করে যাচ্ছি শুধু।
- আচ্ছা বুঝলাম। আমি নিতু।
নাইস টু মিট ইয়ু নিতু বলে হাত বাড়িয়ে দিল শুভ। নিতু ফেরাতে পারল না। হাতে হাত মিলল। নিতুর কিছু আগের কান্নার কথা কেমন ঝাপসা হয়ে গেল। এই ছেলে কেমন করে মনটা কে শান্ত করে দিল। শুভ নামের ছেলেগুলা কি আসলেই এমন হয়? সব অশুভকে কেমন করে শুভ বানিয়ে দেয়। নাহ একটু ভালোই লাগছে তার এখন।
(অসমাপ্ত)
Comments
Post a Comment