আমি রুপে তোমায় ভোলাব না
ভালোবাসায় ভোলাব।আমি হাতে দ্বার খুলব না গো,গান দিয়ে দ্বার খোলাব।
ভরাব না ভূষণভরেসাজাব না ফুলের হরেপ্রেমকে আমার মালা করেগলায় তোমার দোলাব।
জানবে না কেউ কোন তুফানেতরঙ্গদল নাচবে প্রাণেচাঁদের মতো অলখ টানেজোয়ারে ঢেউ তোলাব।
রুপে তোমায় ভোলাব না
Comments
Post a Comment