উদয় কালের গন্ধ গড়াতে গড়াতে পড়ন্ত বেলায় এসে থামে,
তারপর সূর্য পশ্চিমের কোলে হেলে পড়ে।
গল্পের পৃষ্ঠায় ভাঁজ পড়ে,
মাঝে মাঝে না শেষ করা সেই গল্পের গায়ে ধূলা জমে।
সেই আস্তরণ সময়ের পাল্লায় ভারী হয়,
গল্পের প্লট হয়ে যায় ফ্যাকাশে।
এভাবেই এক সময়ের তরতাজা প্রাণ ফ্যাকাশে হয়ে যায়,
হারিয়ে যায় গল্প আর…
জীবন মানেই গল্প, আবার গল্প বলতে কিছুই নেই।
তো হারিয়ে গেছি, বেঁচে আছি—
আপাতত জরুরি খবর এটাই।
Comments
Post a Comment