.....কিন্তু, ভালোবাসা যদি সত্যি থাকত,
তবে কি পথের অভিশাপে গল্প থেমে যেত?
তবে কি ভয়ের আড়ালে ছিলো তার বাস?
বসুন্ধরার রুক্ষ পথও অপেক্ষায় থাকে
কেউ আসবে, পথ তৈরি করবে,
একটুখানি সাহসে, সাথে একটুখানি টানে।
তো ভালোবাসা কি কেবলই দেখা হওয়া,
না, রিকশার চাকার মতো এক চক্রবৎ বয়ে চলা?
না কি, ভালোবাসা মানে পথ তৈরি করা,
শঙ্কার দেয়াল ভেঙে সামনে এগিয়ে যাওয়া?
পথ থেমে থাকলেও,
পা তো থেমে থাকার কথা ছিল না।
যদি গল্প সত্যি হতো,
তবে একদিন—
পৃথিবী ভুলে যেত তার ক্ষোভ,
গল্প আবার এগিয়ে যেত,
“ইতি হোক!” বলার কেউ থাকত না আর।
Comments
Post a Comment