Skip to main content

Posts

Showing posts from January, 2021

অঙ্গীকার

 অনেক কিছুই বলতে চাই  অনেক কিছুই লিখতে চাই  খুঁজতে চাই তাকে  যে দিবে মনের সম্পূর্ণতা  যে বুঝবে না বলা আমার গাওয়া গান  সে বুঝবে তাকে ছাড়া কতটা ব্যথিত আমার প্রাণ। কিন্ত মাঝখানে অনেক বরণ  না বলার আছে তার অনেক অনেক কারণ  তো কি করব আমি?  তাকে ভুলেও বেঁচে থাকতে পারব জানি।  কিন্ত সার্থক হবে কি সে বাঁচা? ভাংগতে পারব কি তার নামে গড়া খাঁচা  পারব জানি  পারব মানি  ভালোবাসা না পাই  যার দরকার তাকে তাই বিলিয়ে যেতেই চাই।।

The Felling

 আমি চাই না অনুভূতির উষ্ণতা আমি চাই জমে থাকা বরফে আমার নামে একটি শিশির বিন্দু।  আমি তাতেই খুশি। হঠাৎ টুপ করে ঝরে পড়া বিকালে  আমি তোমার স্মৃতি হব।  আমি ওতেই খুশী।  আমি চাই ব্যঞ্জন বর্ণের   এক ব্যঞ্জনে এসে তুমি আটকে যাও আমার আদি তোমার মনে থাকুক  আমি তাতেই খুশী।  ........ আমি খুশী বসন্তের কোকিলের মত ভালোবাসার রং নিয়ে হাজির হব তোমার দুয়ারে।  কৃষ্ণচূড়ার গাছ হয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দেব  তোমার উঠান।  তুমি দু হাত ভরে ভরিয়ে দিবে তোমার কৃষ্ণ কালো খোঁপা আমি সেই কালোতে বিলীন হব। আমি তাতেই খুশী।। ...........

তুমি

 তুমি কে? যাকে আমি দেখিনা, যাকে আমি চিনিনা কিন্তু যার কথা স্মরণ করতে করতেই  শেষ হয়ে যায় প্লেলিস্ট এর সব গান। কে তুমি? তুমি কে? কেনো আমি দেখিনা তোমাকে? তুমি থাকো আমার স্বপ্নতে মিশে ধুলাটে কোয়াশায় আচ্ছন্ন অবয়ব হয়ে যত দেখার চেষ্টায় এগিয়ে যায় তুমিও এগিয়ে যাও মরীচিকার মত। তুমি কে? তারপরও ভালো লাগে তোমার কথা ভাবতে বুক পকেটে তোমার নামে জোনাক পোকা জ্বালিয়ে রাখতে নাম ছবিহীন তুমি আছো এতেই আমি খুশী অসহ্য গরমে হুট করে বৃষ্টিতে আমি তোমার কথাই ভাবি। কে তুমি? থাক, বলতে হবেনা, জানতে হবেনা তুমি এভাবেই থেকো আপন মনে এভাবেই থেকো সঙ্গোপনে ভাবতে থাকুক তোমায় নিয়ে আমার ভাবনা চলতে থাকুক তোমায় নিয়ে আচ্ছন্ন হয়ে আমার যাত্রা। তুমি থেকো।।