আমি চাই না অনুভূতির উষ্ণতা
আমি চাই
জমে থাকা বরফে আমার নামে একটি শিশির বিন্দু।
আমি তাতেই খুশি।
হঠাৎ টুপ করে ঝরে পড়া বিকালে
আমি তোমার স্মৃতি হব।
আমি ওতেই খুশী।
আমি চাই ব্যঞ্জন বর্ণের
এক ব্যঞ্জনে এসে তুমি আটকে যাও
আমার আদি তোমার মনে থাকুক
আমি তাতেই খুশী।
........
আমি খুশী বসন্তের কোকিলের মত
ভালোবাসার রং নিয়ে হাজির হব
তোমার দুয়ারে।
কৃষ্ণচূড়ার গাছ হয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দেব
তোমার উঠান।
তুমি দু হাত ভরে ভরিয়ে দিবে তোমার কৃষ্ণ কালো খোঁপা
আমি সেই কালোতে বিলীন হব।
আমি তাতেই খুশী।।
...........
Comments
Post a Comment