এই শহরের কর্ণকুহরে বাজে যান্ত্রিকতার গান,
এই শহরের রাজপথে চলে শকুন, ঠুকরে খাচ্ছে প্রাণ।
এই শহরের রাস্তা দূষিত অনেক গাড়ির চাপে,
এই শহরের বাতাস দূষিত, উন্নয়নের নামে।।
এই শহরে পানি দূষিত, বুড়িগঙ্গার হাঁসফাঁস,
এই শহরে খাদ্য দূষিত, মৃত নদীর উপহাস।
এই শহরে গাছ নেই, আড়াল হচ্ছে সবুজ,
ভোরের ঘাসের শিশির মাড়িয়ে, বসতি বাড়ছে রোজ।।
এই শহরে চাঁদের আলো কৃত্রিম আলোয় পূর্ণ,
চোখ ধাঁধানো আলোর মাঝে, সবই যেন কেমন শূণ্য।
এই শহরে ঘামে ভেজা শরীর, হারিয়ে যাচ্ছে ছায়া
মায়াবী এই শহর থেকে হারাচ্ছে সব মায়া।।
এই শহরে বিশাল আকাশ, বারান্দার গ্রীলে বন্দী
একাকীত্ব আর ডিপ্রেশানে বাড়ছে কেবল সন্ধি।।
Comments
Post a Comment