গত হচ্ছে দিন, ফুরিয়ে যাচ্ছে কাল,
যেতে যেতে এগিয়ে আসছে মহাকাল।
যাত্রাপথ থমকে আছে, এইতো আর কিছুকাল পরে,
যাত্রাপথ একবারে থেমে যাবে।
কি বুঝলাম আর কি বুঝিয়ে গেলাম?
সহজ কথা মানুষ বুঝে না,
সহজ ভাষা মানুষ শুনেনা।
কঠিন সময়ের কঠিন মানুষ,
জটিল সব ভাবনা তার।
কিন্তু সময় যাচ্ছে এগিয়ে, সময় আসছে ফুরিয়ে,
কিছু রহস্য রহস্যই থেকে যাবে, কিছু মুহূর্ত
কখনোই আর সঠিক ঠিকানায় পৌঁছাবে না,
কিছু নদী স্রোত হারিয়ে দীঘি হবে, পুকুর হবে,
পরে বালুর কবরে এপিটাফ "সময় শেষ"।
এখনও ১০ নাম্বারের পাঁচটা প্রশ্নের
উত্তর থেকে গেলো যে বাকী??
পাশ করে যাবো চিন্তা নেই,
কিন্তু লেটার মার্ক পাওয়া সারা।
Comments
Post a Comment