চাইলেই নিরন্তর নিভৃতে থাকা যায়,
আড়াল করে রাখা যায় মনের সকল অনুভূতি,
চাইলেই অন্ধকার করে রাখা যায় চার দেয়াল,
রুদ্ধ করে রাখা যায় সিড়ি বেয়ে উপড়ে উঠার পথ,
চাইলেই কতকিছু করা যায় কিন্তু
করা হয়ে উঠে না কতকিছু।
মানুষ পরনির্ভর, স্বাবলম্বী সে হতে পারে,
কিন্তু কারো কাধে মাথা রেখে আকাশ দেখার শান্তি,
নির্ভার করে মানুষকে, আর তখন
জ্বলজ্বল করা তারার আলোতেও জীবন আলোকিত হয়,
অমাবস্যার আধার কাটে, পথ খুঁজা সহজ হয়।
পথভ্রান্ত পথিক শান্ত হয়, আশ্রয় খুঁজে পায়,
একাকীত্বের দেয়াল জুড়ে কথা জমে, একাকীত্ব ঘুচে,
চাইলেই তাই পারা যায় না অনেক কিছু।
কিছু দীর্ঘশ্বাস ধোয়া হয়ে উড়ে,
চলে যায় রিকশা দিয়ে হুড তুলে,
বসা হয়না, বলা হয়না; আর
একসাথে কিছু পথ চলা হয় না,
একাকীত্ব কখনও তাই কিছুতেই আর ঘুচে না।
Comments
Post a Comment