Skip to main content

Posts

Showing posts from May, 2020

স্মৃতির পাতা থেকে

দুপুরটা শান্তই ছিলো সেদিন। হুট করে মুঠোফোন বেজে উঠতেই কেমন জানি অশান্ত হয়ে গেলো সব, যখন জানলাম তোমার সাথে দেখা হবে, কথা হবে, তোমাকে জানতে হবে আমার ভালোলাগার কথা। বিশ্বাস করবে কিনা জানিনা, আমি চাইনি এমন আয়োজন, আমি চেয়েছিলাম তোমাকে জানতে, জানাতে অশান্ত মনে তোমার সামনে সেদিন নিজেকে খুব দূর্বল মনে হয়েছিল। এক একটা শব্দ উচ্চারণে ছিলো জড়তার প্রকাশ, আমি ঠিক বলতে পারিনি আমি যা বলতে চেয়েছিলাম। আমার জড়তা, বুঝেছিলাম তুমি বুঝে নিবে তাই তোমার না বলাটা আমি সহজভাবেই নিয়েছিলাম নিজেকে খুব শূন্য মনে হয়েছিল, মনে হয়েছিল ভালোবাসা আশ্রয় পাবে জুবিথুবি ঝড়ে পড়া কিছু শব্দের মাঝেই। আমার সময় কেবলই হারায় যে হারায় সে আর ফিরে আসেনা তোমার সাথে কাটানো সে বিকালটা যেমন আর ফিরে আসেনি তেমন ফিরে আসেনি তোমার মত করে আর কেউ সেদিনই ছিলো আমার ভালোবাসার প্রথম ও আজ অবধি শেষ প্রকাশ।।

প্রিয় একাংকিনী।

হয়ত তোমার চোখে রয়েছে রাজ্যের শূন্যতা হয়ত তোমার ঠোটে বাস করে শব্দরা জড়সড় হয়ত তুমি আলসে দুপুরের অলস হাওয়া হয়ত তুমি ভালোবাসার রঙ তুলিতে বুলিয়ে দাও আলতো ছোঁয়া। অনেক 'হয়ত' দিয়ে তোমার প্রাচীর ঘেরা অনেক অবেলার কোকিল ডেকে ডেকে হল সারা আচ্ছা তোমার মনে কি বসন্ত জাগেনা? তোমার কি সাঁজতে ইচ্ছা করেনা? বাসন্তী রঙা শাড়িতে কারো সাথে হাঁটতে ইচ্ছা করেনা? আমার কি মনে হয় জানো? অনেক রং আবেশে তোমাতে মিলিয়ে যায় তুমি মিলাতে দাও। তুমি চাও কেউ তোমার জন্য আসুক অপেক্ষা করুক ক্লান্তিহীন। তুমিও ধরা দিবে তবে সেটা নানান বাহানা পেরিয়ে ঠিক গোধূলী বিকালে যখন সমস্ত আলো মিলায়ে তুমি চাও কেউ খুঁজে নিক তোমার মনের আড়ালে লুকিয়ে রাখা ভালোবাসার রং।। প্রিয় একাংকিনী।।

কালো মেঘ।

আফসোসের দাগটা মন থেকে মুছে ফেলা খুবই দরকার যদি অ্যালকোহলে ঘুচে যায় ঘুচিয়ে ফেলো যদি গাঁজার ধোঁয়ায় মিশে যায় তবে মিশিয়ে ফেলো তারপরও মুছে ফেলো এই দাগ। যদি মুছে যায় ভালোবাসায় বা কারো সংস্পর্শে কিংবা যদি ঘুচে যায় সঙ্গমে বা একান্তিতে তারপরও মুছে ফেলো, নিজেকে চিনো। তুমি মরবে না অ্যালকোহলে কিংবা গাঁজার ধোঁয়ায় তুমি মরবে না ভালোবাসায়, কারো সংস্পর্শে তুমি মরবে, জ্বলবে তোমার পুষে রাখা আফসোসের দহনে। আফসোস মানে অশান্তি, অশান্তি মানে মনের শ্রান্তি শ্রান্ত মন দূর্বল, বেশিদিন বাঁচে না চিন্তা করো, নিজেকে চিনো, এই দাগ মুছে ফেলো। আফসোসের কালো মেঘ।

হারানো ক্ষণ।।

কিভাবে হারিয়ে যাচ্ছে সময় যেমনটা হারিয়ে যাচ্ছে জোনাকি যেমনটা হারিয়ে যাচ্ছে খোলা মাঠ মাঠের মধ্যে বৃষ্টির জলে জেগে ওঠা ঘাস্ফুল। কিভাবে বদলে যাচ্ছে দিন রাতকে সঙ্গী রেখে হারিয়ে যাচ্ছে ছোটবেলার ঘুম মায়ের গায়ের উষ্ণ আদর হারিয়ে যাচ্ছে অনুভুতি, বাবুই পাখির বাসা।। কিভাবে হারিয়ে যাচ্ছে বন, গাছপালা হারিয়ে যাচ্ছে শালিক পাখির ঐকতানে গাওয়া গান হারিয়ে যাচ্ছে ভালোবাসা উঁচু উঁচু দেয়ালের যান্ত্রিক মনের ভিড়ে।। ফিরে আসবে হয়ত কোনদিন যা যাচ্ছে আজ হারিয়ে আমিও এমনি করে আসব ফিরে ধান-শালিকের বেশে, বাংলার মাঠ-ঘাট কাঁপিয়ে।। হারানো ক্ষণ।।

যন্ত্রণা

যন্ত্রণা হয়ত কোনোদিন ভাবিনি আমার স্বপ্ন দেখা মিথ্যা হয়ে যাবে তাইলে স্বপ্নে তোমায় চাইতাম না তোমার ঝাপসা জড়ানো মুখ দেখতাম না। আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়? লোকের মুখে কত শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তবে তোমায় নিয়ে স্বপ্ন কোন বেলায় দেখেছিলাম সেটা বলতে পারব না, তাই তোমারে পাবার বিভ্রম আমার কিছুতেই কাটে না।। যা হবার তা হবে, ভেবে দেখলাম তুমি ছাড়া শূন্য জীবন সে আমি মেনে নেব তুমি আমার স্বপ্ন দেখা রাজকন্যা, আমার চির যৌবনা তুমাতেই থাকুক নিত্য বসবাস।।