(প্রথম পর্ব) এই যে আপনি আজকে একটা মেয়ের কথা চিন্তা করে অনুতাপে ভুগছেন যে এই মেয়েকে ভালোবাসতে গিয়ে আপনি আপনার পরিবারের কথা ভুলে যাচ্ছেন, আপনার জন্য তাইলে আজকের কথা। আপনাকে এই অনুতাপের আগুন থেকে বাঁচতে হলে আগে জানতে হবে ভালোবাসার ধরন। ভালোবাসার ধরন এক এক রকম, যেমনটা হৃদপিন্ডের ধরন। চার প্রকোষ্ঠের চারটা ধরন। এক এক প্রকোষ্ঠে ভালোবাসার এক এক রূপ। এই এক এক রূপ আপনার এক এক ব্যক্তিত্ব প্রকাশ করে। আর আপনার হয়ে যায় এক এক ব্যাক্তিগত ভালোবাসা। এই যে আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসতে গিয়ে মনে করছেন আপনার মাকে ভালোবাসা হচ্ছে না, এই ধারণা বদ্ধমূলে না রেখে উজাড় করে দেন। আপনার প্রেমিকার প্রতি ভালোবাসা আপনার একটা ব্যাক্তিগত ভালোবাসা, যেমনটা আপনার পরিবারের প্রতি ভালোবাসা। এই রকম অনেক ব্যাক্তিগত ভালোবাসা অনেকদূর ছুটে এসে একত্রে এসে মিশে, যেমনটা মিশে অনেক নদী মোহনায়, আপনাকে ব্যাক্তি বানায়। মোহনা জায়গাটা শুনতে শ্রুতিমধুর শোনালেও জায়গাটা কঠিন, ভরা যৌবনে যার ধার থাকে, পাক থাকে, দক্ষহাতে দাঁড় না টানলে অতলে তলে তলিয়ে যাবার সম্ভাবনা থাকে। যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এখন…. : আপনি আ...