দেশ ভালো নেই,
আমি ভালো নেই,
ভালো নেই তুমিও।
এই পৃথিবীতে আসলে কেউই বা
কিছুই কোনদিন ভালো থাকেনা,
সবকিছুই একটা অভিনয়,
আর তা কেটে গেলে ফাঁকিটা ধরা পড়ে যায়।
আকাশ ভরা হতাশা নিয়ে কেউই বাঁচতে পারেনা,
তারপরও হতাশা আছে সব আকাশেই।
দেশ ভালো নেই,
আমি ভালো নেই,
ভালো নেই তুমিও।
এই পৃথিবীতে আসলে কেউই বা
কিছুই কোনদিন ভালো থাকেনা,
সবকিছুই একটা অভিনয়,
আর তা কেটে গেলে ফাঁকিটা ধরা পড়ে যায়।
আকাশ ভরা হতাশা নিয়ে কেউই বাঁচতে পারেনা,
তারপরও হতাশা আছে সব আকাশেই।
Comments
Post a Comment